সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবাবগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 

দিনাজপুর প্রতিনিধি 

নবাবগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউপির ছিট দলদলিয়া শালঘরিয়া গ্রামে পুত্রের ছুরিকাঘাতে পিতা আবুল কালাম (৫৫) খুন।

ঘটনার বিবরণে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউপির ছিট দলদলিয়া শালঘরিয়া গ্রামে শুক্রবার (২৫ আগস্ট) আবুল কালামের পুত্র মো. মাসুদ (২৮) ঘুম থেকে উঠে বাড়ির ঘর থেকে ধারালো বটি নিয়ে পিতা আবুল কালামকে পুত্র মাসুদ (২৮) কোপাতে থাকেন। 

এতে আবুল কালামের মাথার বিভিন্ন জায়গায় আঘাত করলে মাথার মগজ বের হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। স্থানীয় ও পরিবারের লোশজন ঘটনাস্থলে এসে পুত্রের হাতে পিতা খুনের এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। 

স্থানীয় লোশজন নবাবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে প্রেরণ করেন। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি তাওহেদুল ইসলাম তৌহিদ জানান, আবুল কালামের পুত্র মো. মাসুদ একজন মানসিক ভারসাম্যহীন রোগী বলে আমরা জানতে পারি। 

তবে ঘটনা সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পিতার হত্যাকারী পুত্র মাসুদ পলাতক রয়েছেন। এলাশাবাসী জানান, প্রায়ই সময়ই সে বাবা-মাকে মারধর করত। তবে তার মাথায় হালকা সমস্যা রয়েছে।  

টিএইচ